ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভারতের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ীরা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের দায়িত্ব নিল
পঞ্চগড়ের বোদায় ৩১ শয্যার জনবলে চলছে ৫০ শয্যার হাসপাতাল
চট্টগ্রাম প্রবাসী ক্লাবের বর্ধিত সভা
পাঁচবিবিতে ধুরইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে পুরস্কার বিতরণ
মিরপুরের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানীতে ৭০৪ জন আনসার-ভিডিপি সদস্যকে নিয়ে টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
এলজিইডির প্রকল্পের টাকায় স্ত্রীকে গাড়ি-বাড়ি কিনে দিচ্ছেন পরিচালক
মিরপুরের বস্তিতে আগুন
খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ
আ.লীগ কেন্দ্রীয় কার্যালয় এলাকায় মিছিলের চেষ্টা, ১১ নেতাকর্মী আটক
জলঢাকায় কিশোরীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তানোরে লাশ উদ্ধারের ঘটনায় ৬ জনের নামে হত্যা মামলা গ্রেপ্তার ৩ জনকে জেল হাজতে প্রেরন
কোরবানির ঈদকে সামনে রেখে আমিন বাজার ল্যান্ডফিল আকস্মিক পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক
জমি দখল ও হয়রানির অভিযোগে রায়পুরে সংবাদ সম্মেলন

দুমকিতে জমি নিয়ে বিরোধের জেরে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দুমকিতে বাবা ও ছেলেকে দেশীয় গাছ কাটা দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহত আবদুল জলিল(৫০) ও তার ছেলে শফিকুল ইসলাম ইমরান(২৩) বর্তমানে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রোববার(৩০ মার্চ) দুপুর ৩টার দিকে দুমকি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।

দুমকি সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আহত শফিকুল ইসলাম ইমরান অভোযোগ করে জানান, বাড়ির ওপর দিয়ে টমটমে লাকড়ি নেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী হান্নান মিয়ার সাথে তার কথার কাটাকাটি হয়। একপর্যায়ে জমিজমার বিরোধ থাকায় তার আপন ফুপাতো বোন আসমা আক্তার তাকে মারার জন্য হান্নান মিয়াকে নির্দেশ দেয়। অপর দিকে আসমা আক্তারের বাবা তৌহিদ জোমাদ্দার দেশীয় গাছ কাটা ‘দা’ দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে এবং আসমা বেগম ও আসমার ছোট বোন কলি আক্তার তার বাবা আবদুল জলিলকে শাবল দিয়ে পিটিয়ে বাম চোখে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, তার ফুপুর পাওনা জমি সব বিক্রি করে দিয়েছেন। কিন্তু তার মেয়ের জামাই আঙ্গারিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম চান মিয়া আওয়ামী ক্ষমতা খাটিয়ে ২০২৩ সালে জবর দখল করে তাদের জমিতে ঘর তোলেন। মূলত এ থেকেই বিরোধের শুরু।

অভিযুক্ত তৌহিদ জোমাদ্দার ও তার মেয়ে আসমা আক্তার সাংবাদিকদের বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন যুগান্তরকে বলেন, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ