
গাজীপুর মহানগরের সারদাগঞ্জ ডিবিএল এর মাতব্বর পাড়া এলাকার নিজ বাড়ি থেকে এক কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে।সোমবার (৩১ মার্চ) সকালে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ করা হয়।
অপহৃত কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। ঘটনায় ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে আর্মি ক্যাম্পে অভিযোগ করা হয়। এছাড়া কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন কিশোরীর বাবা মো. আজহারুল ইসলাম ।
ওই কিশোরীর মা হেলেনা ইসলাম বলেন, বাড়ির সবাই ঈদের নামাজ আদায় করতে গেলে,খালি বাসা পেয়ে সফু মোল্লার ছেলে জান্নাতুল মোল্লাসহ আরো ৮/১০ সন্ত্রাসী আমার বাড়িতে ঢুকে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার মেয়ে যাহারা সামরিনকে চুল ধরে টেনে হেঁচড়ে জোড় পুর্বক তোলে নিয়ে যায়।মেয়ের পিতা আজহারুল ইসলাম খান বলেন, আমি আমার ছেলে সকালে ঈদের নামাজ আদায় করতে গেলে হঠাৎ করে আমার স্ত্রী ফোন করে বলেন, আমার মেয়ে যাহারা সামরিনকে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়ে স্বর্ণ ও নগদ টাকাসহ আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, আমরা এই ব্যাপারে কাশিমপুর থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেছি , আমার মেয়েকে দ্রুত সময় আমি আমার পরিবারের কাছে ফেরত চাই । সন্ত্রাসী জান্নাতুল মোল্লার দৃষ্টান্ত মূলক বিচার চাই। আমরা পরিবার নিয়ে নিরাপদে থাকতে চাই । পুলিশ এখনও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমি আমার মেয়ের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি।
ডিআই/এসকে