
জাতীয় সাংবাদিক সংস্থা (নিবন্ধন নং-৯৫০৭৪) মাটিরাঙ্গা উপজেলা শাখা’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন নতুন এ কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য, মাটিরাঙ্গা উপজেলা শাখার সাবেক সভাপতি এস এম কামালের মৃত্যুতে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের চেয়ারম্যান মো: আলতাফ হোসেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আমানুল্যাহ ভূঁইয়া। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ কেফায়েত উল্লাহ।
নবঘোষিত কমিটির অন্যরা হচ্ছেন: সহ সভাপতি- ত্রিপনময় ত্রিপুরা ( পার্বত্যাঞ্চল প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের চিত্র) ও এম কে মোমিন (নির্বাহী সম্পাদক, দৈনিক গিরিদর্পণ) ; যুগ্ম সম্পাদক- আবুল হাশেম (আলোকিত মাটিরাঙ্গা বার্তা) ও মো: আসাদুজ্জামান ( দৈনিক খবর প্রতিদিন) ; সাংগঠনিক সম্পাদক- তৌহিদুল আলম মঞ্জু (দৈনিক আমাদের পাহাড়)। সদস্য হিসেবে আছেন যথাক্রমে মো: সাঈদুর রহমান (দৈনিক যুগ রবি) ও মো: আলমগীর (দৈনিক নতুন বাংলাদেশ)।
সূত্র জানায়, ২৬ নভেম্বর ২০২৩ হতে আগামী ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ পর্যন্ত দু’বছরের জন্য অত্র কমিটির অনুমোদন দেয় জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: আলতাফ হোসেন।