
নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তালেব শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছে। রবিবার (৩০ মার্চ) সন্ধার দিকে কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব শেখ ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের লস্কর বাড়ী ও শেখ বাড়ীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার সন্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের সুইচগেট বাজার এলাকায় দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে শেখ বাড়ির তালেব শেখ নামে এক বৃদ্ধ গুরতর জখম হলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতেলে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছে বলে খবর জানা গেছে। তাদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে।