
এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ এর সহযোগিতায় এবং ০২০৪ মীরসরাই’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের (আমাদের ইফতার) আয়োজন করা হয়।
রবিবার (৩০ মার্চ) ২৯ রমজান উপলক্ষে উপজেলার বারইয়ারহাট পৌরসভাস্থ শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এসএসসি-২০০২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিলে মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুলের ৮০ জন ব্যাচম্যাট উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং কুশল বিনিময় শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝুলন পোল স্কুলের ব্যাচম্যাট সাখাওয়াত হোসেন। এসময় ব্যাচের যেসকল ব্যাচম্যাট বন্ধু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মা-রা গেছে তাদের জন্য, তাদের পরিবারবর্গের জন্য দোয়া করা হয়। এছাড়াও ব্যাচম্যাট যাঁরা পঙ্গুত্ব বরণ করেছে ও বিভিন্ন অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এবং বিশেষ করে যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের বর্বরোচিত হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজাবাসীর জন্য দোয়া করা হয়।
করেরহাট স্কুলের ব্যাচম্যাট আকতার হোসেনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুরহাট স্কুলের ব্যাচম্যাট শহিদুল ইসলাম প্রকাশ সালমান সোহেল।
আমাদের ইফতার তথা ইফতার ও দোয়া মাহফিল সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে যেসব ব্যাচম্যাট বন্ধু পরামর্শ, অর্থ, সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছে তাদের সকলকে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।