
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় এস.এস.সি ৯৯ সালের বন্ধুদের মিলন মেলা-২০২৫, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৯ রমজান এস.এস. সি ৯৯ ব্যাচের বন্ধুরা এ মিলন মেলা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। এ উপলক্ষ্যে হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইফতার পূর্ব সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খাদ্য কর্মকর্তা সফিউর রহমান, আব্দুল কাদের বি.এস. সি, ব্যাংকার মামুন অর রশীদ প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন, দেলোয়ার হোসেন, আব্দুল মজিদ, জামাল হোসেন, শামসুদ্দিন আহমেদ, রবিউল ইসলাম, ফজলুল হক, আবুল হোসেন, সাঈদ আলী, আনোয়ার পারভেজ, আফজাল হোসেন, শহিদুল ইসলাম, গিয়াস উদ্দিন, হেলাল খোন্দকার, আকবর আলী, নাজিম উদ্দিন, আমজাদ হোসেন, গিয়াস উদ্দিন-২, রহিদুল ইসলাম, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, এমদাদ হোসেন, আজাহার আলী, ডা.দুলাল, আজিম উদ্দীন, মোস্তাক আহমেদ, মামুন-২, মোস্তাফিজুর রহমান, আব্দুর রাজ্জাক, মামুন-৩, আব্দস সালাম,আশরাফুল আলম, আলমগীর হোসেন সহ অন্যরা। প্রয়াত বন্ধুদের বিশেষ ভাবে স্মরণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। বক্তারা স্কুল জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আগামীতে তাঁরা আরও বড় পরিসরে অনুষ্ঠান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ৯৯ বন্ধুদের প্লাটফর্ম দেশ-তথা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়। সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন দেলোয়ার হোসেন ।