ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা
শরীয়তপুরের বোমা বিস্ফোরণের ঘটনার প্রধান অভিযুক্ত কুদ্দুস বেপারী গ্রেফতার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ
চাকুর ভয় দেখিয়ে ছিনতাই,যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩
অনিয়ম,দুর্নীতির অপরাধে সিলেট কর আইনজীবী সমিতি থেকে আইনজীবী কামাল আহমদ বহিস্কার
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,গ্রেফতার ১৫
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী

কলমাকান্দায় সিএসডি’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধঃ এতিম, আলেম, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে সিএসডির দোয়া ও ইফতার অনুষ্ঠান।আজ ৩০ মার্চ ২০২৫, আনন্দপুর হাই স্কুল ও কলেজ মাঠে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মহতী দোয়া ও ইফতার অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন এতিম, আলেম, রাজনীতিবিদ, বিশিষ্টজনসহ নানা শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক জনাব এম. এ. খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম-আহবায়ক আনোয়ারুল হক টুটনসহ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নাজিরপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব জমসেদ আলীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আনন্দপুর ৭নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রবীণ-নবীন ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে সিএসডির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। বিশেষত, সিএসডির চেয়ারম্যান জনাব মো. আনিসুল ইসলাম এর নেতৃত্বে সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, তরুণরা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এবং সিএসডি তাদের পাশে থেকে সাহায্য করছে।সভাপতির বক্তব্যে জনাব আনিসুল ইসলাম বলেন, সিএসডি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেখানে মেধাবী ও ইতিবাচক মনোভাবের মানুষদের নিয়ে সমাজের শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। তিনি উল্লেখ করেন, সিএসডি সমাজের মানুষের মৌলিক চাহিদা পূরণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশিষ্ট আইনজীবী ও কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সিরাজুল ইসলাম খোকন তাঁর বক্তব্যে সিএসডির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সিএসডির সমস্ত ভালো কাজের সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের মানুষদের সহযোগিতার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত যুগ্ম-আহবায়ক জনাব ফয়সাল আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে, যা সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর একটি সফল আয়োজন হিসেবে শেষ হয়।

শেয়ার করুনঃ