
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে জুয়া আইন ও পর্নোগ্রাফিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার (২৯ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নাঈম (৩১), ইয়াসিন খান (২৭), জুয়েল রানা (৩০), আনিস শেখ (৩৪), মাসুদ আলম (৩০), আলহাজ আলম বাদশা (২৫),কাল্লু (বয়স উল্লেখ নাই)।
মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার (৩০মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে, প্রতারণা মামলায় ১জন, পর্নোগ্রাফি মামলায় ১জন, জুয়া আইন ৩ জন, দস্যুতা মামলায় ১জন ও পরোয়ানাভুক্ত আসামি ১জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে