
সোশ্যাল ইনফ্লুয়েঞ্চার সুমাইয়া আফরিন বর্ষা ওরফে বর্ষা চৌধুরী চিত্রনায়ক মববুল বাবুল ওরফে মুন্না খানসহ তিন জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। সেলিনা খাতুন শানু নামের এক ভুক্তভোগী হাতিরঝিল থানায় মামলাটি করেন। মামলায় তিনি পুলিশ নিয়ে মধ্যরাতে বাসায় ঢুকে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন। গত ১৬ মার্চ রাতে বাদী এ মামলাটি করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন,সুমাইয়া আফরিন বর্ষা (৩৯),মো.সজীব শেখ (২৭) ও বাবুল মকবুল মুন্না খানসহ অজ্ঞাতনামা ৩/৪জন আসামীর আমার বড় ভাই মো. আকাশ নিবিড় (৩৮) এর স্ত্রী অর্থাৎ সম্পর্কে আমার ভাবী হয়। বেশ কিছুদিন যাবত ১নং আসামী এবং আমার ভাই আকাশ নিবিড়দেরের মধ্যে ঝগড়া বিবাদ ১০ সহ শত্রুতা চালিয়ে আসছে।
পূর্ব শত্রুতার জের ধরে গত পাঁচ মার্চ রাতে আসামীরা একই উদ্দেশ্যে আমার বর্তমান ঠিকানা হাতিরঝিল থানাধীন বড় মগবাজার বাসায় অনধিকার প্রবেশ করে আমার ভাই আকাশ নিবিরের নাম ধরে অকথ্য ভাষার গালিগালাজ করতে থাকে এবং আমার শরীরের বিভিন্ন জায়গার ছিলাফুলা জখম করে। একপর্যায়ে বর্সা আমাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে এবং আমার পরিহিত কাপড় টানা হেচড়া করিয়া ছিড়ে দিয়ে শ্লীলতাহানী ঘটায়। পরে প্রাণে বাঁচার জন্য ডাক চিৎকার করিলে আমার বাবা মো.রফিকুল ইসলাম শাহ আলম ও বাসার বিল্ডিংয়ের দারোয়ান,পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়াসহ আশপাশের আরও অনেকেই এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
মামলাটি সম্পর্কে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি সূত্র জানিয়েছে,এই মামলার আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে। যেকোনো সময় তাদের গ্রেফতার করা হবে।
ডিআই/এসকে