
মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও দেশের বাইরে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
রবিবার (৩০ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক সংগঠক বিপ্লব জলদাস সহ নেতৃবৃন্দরা বলেন ঈদ শান্তি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।ঈদ হোক আনন্দের, ঈদ হোক শান্তির,সব দুঃখ ভুলে ভালোবাসায় ভরে উঠুক হৃদয়।
সকলের জন্য রইলো ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”