
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে সুবিধা বঞ্চিত ১০০ জন পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও বিতরণ করেন জয়পুরহাট জেলা যুব বিভাগের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার)
ধরঞ্জী ৭নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা মোঃ সাজেদুর রহমান সরকার সাজু,পাঁচবিবি উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মোঃ মুরশিদুল ইসলাম সোহাগ,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম,ইউনিয়ন পেশাজীবি বিভাগের সবাপতি মোঃ হাবিবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের বাইতুলমাল সেক্রেটারী আনছার উল্লাহ,ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মোঃ নাজমুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে আবু সুফিয়ান মুক্তার বলেন,মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর সমাগত। রমজান থেকে শিক্ষা নিয়ে শ্রেণী ভেদাভেদ ভুলে সামাজিক সম্প্রীতির বন্ধন সুদূঢ় করতে হবে।
তিনি বলেন দেশের স্বাধীনতার ইতিহাস ৫৪ বছর অতিক্রম হলেও মানুষের অর্থনৈতিক মুক্তি আজো মিলেনি। বঞ্চিত মানুষের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ আনন্দে শামিল করতে সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান।