
মশিউর রহমান নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুরে ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নে ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ফ্রেন্ডস ক্লাব নামের একটি সংগঠন।
৩০ মার্চ (রবিবার) সকালে ৯৩ নং উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড.মিজানুর রহমান দুলাল,উপজেলা জামায়াতের আমির মাষ্টার আব্দুর রাজ্জাক, ফ্রেন্ডস ক্লাবের আহবায়ক জোবায়ের শেখ, সদস্য সচিব সোহেল রানা, সাবেক চেয়ারম্যান মুন্সি মো: মোশরাক আলী,ছাত্রনেতা মিজান শরীফ প্রমূখ।উল্লেখ্য ২০২৩ সালে বেশ কয়েকজন বন্ধু মিলে একটি ফ্রেন্ডস ফোরাম সামাজিক সংগঠনের যাত্রা শুরু করেন। প্রতিবছরের ন্যায় এবছরও তারা বন্ধুরা মিলে এলাকার প্রায় ৩ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।ক্লাবের আহবায়ক জোবায়ের শেখ বলেন, ফ্রেন্ডস্ ক্লাব একটি সম্পূর্ণ রাজনৈতীক সামাজিক সংগঠন,দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ জনগনের আত্মসামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে ও করবে, মূলত এ সংগঠনটি শিক্ষা,খাদ্য,চিকিৎসা ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচার জন্য মাঠমূখী করার জন্য ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক কার্যক্রম চালাব।