
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জামায়াত কর্তৃক বিএনপি নেতাকর্মীদের উপর হামলা,হুমকি ও জনপ্রিয় কারা নির্যাতিত বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ শে মার্চ শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শালাইপুর বাজার প্রাঙ্গনে এ উপলক্ষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনপ্রিয় কারা নির্যাতিত নেতা মোঃ আব্দুল গফুর মন্ডল। আরো বক্তব্য রাখেন,জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম,থানা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, থানা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম কিনা ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু প্রমুখ।
বক্তারা বলেন, জামায়াত নেতার ঈদ শুভেচ্ছা পোস্টারে কাদা ও গোবর দেওয়ার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। কোনভাবেই সে এই ঘটনার সাথে জড়িত নয়। তবুও বিএনপি নেতা আব্দুল গফুর মণ্ডলের জনপ্রিয়তা নষ্ট করতে জামায়াত নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়েছে। আমরা তাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।শেষে বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শালাইপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।