
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃর্তৃক দোয়া ও গণ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার ২৮ মার্চ বিকালে ইউনিয়নের গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল মাদ্রাসার মাঠে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ছুরত আলম এর সভাপতিত্বে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় দোয়া ও গণ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা যুবদলের সদস্য সচিব সভাপতি তৌহিদুল ইসলাম, প্রধান বক্তব্য ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছানা উল্লাহ সেলিম, বক্তব্য রাখেন কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার,উপজেলা কৃষক দলের সহ-সভাপতি শফিকুল আকবর হেলাল,রেজাউল করিম টিপু,উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক আহমদ, যুগ্ম সম্পাদক ও সাবেক মেম্বার নুরুল আবছার,বিএনপি নেতা ফইজুল আকবর, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম শাহীন সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিন সিকদার,সিফাতুল ইসলাম হিমু স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুল আমিন, সম্পাদক সাহাব উদ্দিন, কৃষকদলের সাবেক আহ্বায়ক দেলোয়ার হোছাইন, তাঁতি দলের সভাপতি রবিউল ইসলাম, সম্পাদক মামুনসহ ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। গণ ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন ফইজুল উলুম মাদ্রাসা সংলগ্ন মসজিদের ইমাম মওলানা মোঃ সৈয়দ আলম।