ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা
কচ্ছপিয়া বিএনপি কর্তৃক এমপি কাজলের পক্ষে এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়

উলিপুরে গুনাইগাছ ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরনে অনিয়মের অভিযোগ

মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। একই ব্যক্তিকে ত্রিশ কেজি করে চাল দেয়া হয় ওই ইউনিয়নে। এ ঘটনায় সংবাদকর্মীদের কাছে লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে,২০২৪-২০২৫ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অর্থায়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অতি দরিদ্র, অসহায় পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য প্রদানের লক্ষ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য সহায়তা (ভিজিএফ) প্রদানের লক্ষ্যে উলিপুর উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভার বিপরীতে ৮৬ হাজার ৯৬ জন উপকারভোগীর জন্য ৮৬ হাজার ৯শ ৬০ মেট্রিক টন চাল বরাদ্ধ পাওয়া যায়।
সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিজন উপকারভোগী ১০ কেজি চাল পাওয়ার কথা। চাল বিতরণের সময় উপজেলা প্রশাসন কর্তৃক মনোনীত ট্যাগ অফিসার উপস্থিত থাকবেন। অথচ তিনজন মিলে এক বস্ত চাল দেওয়া হয়। এক্ষেত্রে কোন নীতিমালা অনুসরণ করা হয়নি। কার্ড বন্টনে রাজনৈতিক কোটা রাখা হয়েছে। জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নামে ভাগাভাগি করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলেক্ষ গুনাইগাছ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর ৬ হাজার ৭শত ১২ জন ব্যক্তি ১০ কেজি করে চাল বিতরনের বরাদ্দ দেয়া হয়। শুক্রবার ও শনিবার এই চাল বিতরন করা হয়। নিয়ম অনুযায়ী একজন ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও একই ব্যক্তির কাছে তিনটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে। এ কারনে এলাকাবাসীর কাছে সুষ্ঠভাবে চাল বিতরন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।সরেজমিন শনিবার (২৯ মার্চ) দুপুরে গুনাইগাছ ইউনিয়নে গেলে এলাকাবাসী শাহজাহান সিরাজসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, এক ব্যক্তির কাছে তিনটি আইডি কার্ডের কপি নিয়ে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এতে করে প্রকৃত দরিদ্র মানুষরা বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে আমরা ইউপি সচিবের কাছে অভিযোগ করলে তিনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেন।গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সচিব জাহেদুল ইসলাম জানান, তিনজনের কাছে তিনটি ফটোকপি নিয়ে ৩০ কেজি করে চাল দেয়া হচ্ছে।গুনাইগাছ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান বলেন, দ্রুত বিতরন শেষ করতে তিনটি ভোটার আইডি কার্ডের ফটোকপি একজনের কাছে নিয়ে চাল দেয়া হচ্ছে। এছাড়া উপকারভোগীদের তালিকা পূর্ব থেকেই করা রয়েছে। এখানে অনিয়মের সুযোগ নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেনি।

শেয়ার করুনঃ