
ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে রবিবার মিয়ানমারে ঔষধ,ত্রাণসামগ্রী,উদ্ধার এবং মেডিকেল সহায়তা পাঠাবে বাংলাদেশ।
শনিবার (২৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ঔষধ,ত্রাণসামগ্রী,উদ্ধার এবং মেডিকেল সহায়তা প্রদানের জন্য বিশেষ বিমানে রোববার মিয়ানমারে যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল।
উল্লেখ্য,স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ২ জনে। এছাড়া এখন পর্যন্ত ২ হাজার ৩৭৬ জন আহতকে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ডিআই/এসকে