
রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সম্মানে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জন-অধিকার পার্টি (পিআরপি)।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নোয়াখালী জেলা আইনজীবি সমিতির অডিটোরিয়ামে বাংলাদেশ জন-অধিকার পার্টি (পিআরপি) নোয়াখালী জেলা শাখা এই দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করে।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় এতে দলের জেলা শাখার সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জন-অধিকার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ ইসমাঈল সম্রাট।
দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালীর জেলা আমীর মাওলনা ইসহাক খন্দকার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।
অন্যান্যের মধ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. হানিফ মুরাদ, দি চেম্বার অফ কমার্স নোয়াখালীর সভাপতি ফিরোজ আলম মতিন প্রমূখ। এতে দোয়া ও মুনাজাত করেন চাঁদপুর শহরতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ ইব্রাহিম খলিল।
দোয়া মাহফিল ও ইফতারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক, সাংমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।