ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩

রোবাস্ট পেট্রোল ও সাদা পোশাকের পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তায় র‌্যাব

আসন্ন ঈদ-উল-ফিতরের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার এবং চুরি-ডাকাতি,ছিনতাই,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে রোবাস্ট পেট্রোল এর পাশাপাশি সাদা পোশাকে নিশ্ছিদ্র নিরাপত্তায় র‌্যাব কাজ করছে বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক (পরিচালক)এ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

শনিবার (২৯ মাার্চ) রাজধানীর সদরঘাটে ঈদযাত্রা পরিদর্শন শেষে র‌্যাব কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন,পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ঈদের ছুটি শেষে ঢাকামুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র‌্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে র‌্যাব।

তিনি বলেন,ঈদযাত্রায় ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল,রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে।ঈদের লম্বা ছুটির সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অজ্ঞান পার্টি,প্রতারক দল,টানা পার্টি,মলম পার্টিসহ নানা ধরণের অপরাধীদের সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এই ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয়,সে জন্য রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তৎপর রয়েছে।

অধিনায়ক বলেন,র‌্যাব-১০ আসন্ন ঈদ-উল-ফিতরের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে চুরি-ডাকাতি,ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে রোবাস্ট পেট্রোল এর পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন, গুরুত্বপূর্ণ স্থানে কন্ট্রোল রুম স্থাপন,বিশেষ বিশেষ রাস্তায় ও মোড়ে চেকপোস্ট স্থাপন,জাল টাকা বিস্তার রোধ ও শনাক্তকরণ এবং ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও ফুট পেট্রোল ও সাইবার ওয়ার্ল্ডের নজরদারি করছে র‌্যাব-১০।

তিনি বলেন,আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রায় পৌনে ২ কোটি মানুষ ঢাকা ছাড়বে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদকে সামনে রেখে দক্ষিণবঙ্গের যাত্রীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সদরঘাট থেকে ৫০ টি রুটে ১৭৫ টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। নৌপথে নির্বিঘ্ন যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও হয়রানী রোধে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা ও বুড়িগঙ্গা নদীতে র‌্যাব-১০ এর সদস্যগণ নিয়োজিত রয়েছে এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এছাড়াও ঈদকেন্দ্রিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক,ঈদের ছুটি শেষে ঢাকা মুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং চুরি-ডাকাতি,ছিনতাই,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধকল্পে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল,ডেমরা,যাত্রাবাড়ী, ধোলাইপাড়,শ্যামপুর,ওয়ারী,সায়দাবাদ বাস টার্মিনাল ও মাওয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ১০ টি রোবাস্ট পেট্রোল টীম ও সাদা পোশাকে ১০ টি টীম নিয়োজিত রয়েছে।

ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক,পিকআপসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনে একই সঙ্গে লঞ্চ-স্টিমার-স্পিডবোটসহ অন্যান্য নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে তিনি বলেন,ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে,বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হল।

তিনি বলেন,সর্বোপরি ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে র‌্যাব সদস্যগণ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে নিয়োজিত থাকবে।

ঈদের সময় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র‌্যাব-১০ এর কন্ট্রোল ০১৭৭৭৭১১০৯৯-নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ