
ন্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারো আরাকান আর্মি পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দু ছালাম নামে এক যুবকের পা বিছিন্ন হয়েছে।
২৯ মার্চ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে চাকঢালা সীমান্তবর্তী ৪৪ নং পিলারে পাশাপাশি নিজ কলা বাগানে বানর তাড়াতে এই ঘটনা ঘটে।
আহত ব্যাক্তি- সদর ইউনিয়নের ৬ নং ওয়াড়ের মৃত্যু সিরাজুল ইসলাম (সিরু) ছেলে আব্দু ছালাম ৪৫ বলে জানা গেছে।স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে তার নিজ সৃজিত কলাবাগানে বানর পাহারা দিতে গিয়ে, চাকঢালা বিওপি’র দায়িত্বপূর্ণ ৪৪ সীমান্ত পিলারে শূণ্য লাইন এলাকায় মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি পুতে স্থলমাইনে বিস্ফোরণ হয়। এসময় যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষতবিক্ষত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সে-ই কান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। বিষয়টি সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মাসরুল হক বলেন, সীমান্তে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে বলে খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।অপর দিকে, নাইক্ষ্যংছড়ি নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন ঘটনাটি শুনেছেন তিনি বিষয়টি খতিয়ে দেখছেন।