
স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সীগঞ্জের শ্রীনগরের তন্তরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে জনগনের গণধোলাইয়ের শিকার হয়ে ছিনতাইকারী জাফর মিয়া নিহত হয়েছে এই সময় গুরুতর আহত হয়েছে অপর ছিনতাইকারী জহির হোসেন ও আরিফ শিকদার। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা রাস্তায় কলা গাছ ফেলে পথ রোধ করে মহসিনকে কিল ঘুষি দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। মহসিনের ডাক চিৎকারে ছুটে এসে তিনজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকিল আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তিনজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কিছুক্ষণ পরে একজন মারা যায়।কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনের অবস্থা বেগতিক দেখে ঢাকা রেফার্ড করেন। এই ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধিন।