
ময়মনসিংহের নান্দাইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান.কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। কিন্ডারগার্টেন এসোসিয়শন নান্দাইল এর উদ্যোগে উপজেলার ২৪টি কিন্ডারগার্টেন স্কুলের ৭৬৭ জন ছাত্র-ছাত্রী উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। শুক্রবার (১লা ডিসেম্বর) নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ
বিদ্যালয়ের তিনতলা ভবনে নকলমুক্ত পরিবেশে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের বাইরে চন্ডিপাশা স্কুল মাঠে অপেক্ষারত অবস্থান করতে দেখা গেছে। নান্দাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি
সাংবাদিক হাজী রফিকুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক আলী আজম উক্ত বৃত্তি পরীক্ষা পরিচালনা করছেন। এ বিষয়ে হাজী রফিকুল ইসলাম খোকন বলেন, প্রতি বছর নান্দাইল উপজেলার ২৪টি কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা খুবই আগ্রহ প্রকাশ করায় ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের পথ স্বচ্ছল হচ্ছে কারন কিন্ডার গার্টেন স্কুলের অভিভাবকরা খুবই সচেতন। তাই তারা দৃঢ় আগ্রহের সহিত পরীক্ষা কেন্দ্রের বাইরে সন্তানদের জন্য অপেক্ষা করছেন। তিনি আরও জানান, মোট ৬টি বিষয়ে দুইদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে।