
রাজধানীর কদমতলী ও শ্যামপুর থানা এলাকা থেকে ২টি পিস্তল ১৬ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলো- আলাল হাওলাদার (২৪) ও মামুন (৩৬)।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান শুক্রবার(২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন,ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেট এলাকায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। শ্যামপুর থানার জুরাইন রেলগেট সংলগ্ন জুরাইন টাওয়ারের লাজ ফার্মার সামনে অভিযান চালিয়ে ১টি দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ আলাল হাওলাদারকে এবং একই দিনে দুপুর আড়াইটার দিকে কদমতলী থানার নতুন জুরাইন আলমবাগের জনৈক মুক্তার হোসেনের বাসার নিচতলার বাসায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি,চাকু,৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫টি বাটন মোবাইলসহ মামুনকে গ্রেফতার করা হয়।
র্যাব বলছে,গ্রেফতারকৃতরা পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবত অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কদমতলী শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সাধারণ নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে শ্যামপুর ও গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
ডিআই/এসকে