
জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলমাকান্দার নিহত শহিদ ৪ পরিবারকে ঈদ উপহার কাপড় চোপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে কলমাকান্দা উপজেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে এ উপহার প্রত্যেক পরিবারের নিকট পৌঁছে দেয়া হয়েছে।
২০২৪ সালের জুলাই-আগস্টে সংগঠিত ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ হন কলমাকান্দার আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়া ও মেহেদী হাসান।
সারা দেশের ন্যায় দূর্গাপুর – কলমাকান্দার প্রত্যেক শহীদ পরিবারকে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে ২য় বারের মত উপহার সামগ্রী পরিবারের কাছে পৌঁছে দেয়া হয়েছে।
শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাঁদের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার শহিদ চার পরিবারের মোট ২৩ জন সদস্যের হাতে পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, পেন্ট, শার্ট, থ্রি-পিসসহ ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার কায়সর কামাল এক বার্তায় বলেন, “শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায় — সেই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা সবসময় শহিদ পরিবারের সুখ-দুঃখে পাশে থাকব।”
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতি ধরে রাখতে বিএনপি পরিবারের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।