
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান শুক্রবার প্রেসক্লাবের অফিস কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের সঞ্চালনায় এবং সভাপতি রাশেদুল হক ফিরোজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশ ইলেকট্রনিক্স (মচমইল) এর সত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল হোসেন আকাশ ।
সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, মোমিনুল হক সবুজ, সহ-সভাপতি নুর কুতুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, দপ্তর সম্পাদক আকবর আলী, কোষাধক্ষ্য আবদুল মতিন, কপিরাইট সম্পাদক আনোয়ার হোসেন, আবু বাক্কার সুজন, এস এম সামসুজ্জোহা মামুন, ফারুক হোসেন, রতন কুমার, হোসাইন মোঃ মোবারক, মাহাবুর রহমান মনি, আলমগীর হোসেন, রুস্তম আলী শায়ের প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, বাগমারা থানার এসআই আব্দুল মজিদ, ডিএসবি (এসআই) ফরহাদ হোসেন প্রমুখ । দেশ,জাতির সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সোবহান।