
কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি: ৯৫০) সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সম্মানি প্রদান করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০ টায় ২২শত ৯৬ জন শ্রমিকের মাঝে ৫শ’ টাকা করে ঈদ সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুমন হোসেন এর সভাপতিত্বে শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।ঈদ সম্মানি প্রদানকালে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের। সহ-সভাপতি মোঃ মহাতাব হোসেন,সহ-সভাপতি কবিরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক শাহীন বাবু, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন রহমান, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজমীর হোসেন,প্রচার সম্পাদক ফরিদ হোসেন,সড়ক সম্পাদক মোঃ আকরাম হোসেন, কার্যকারী সদস্য আকরাম হোসেন, আব্দুল হামিদ,জাহাঙ্গীর আলম সাদ্দাম প্রমুখ। আজ থেকে আগামী ঈদের ৫ দিন পর পর্যন্ত যে সকল শ্রমিকের কার্ড নতুন সালে নবায়ন করা হয়েছে তারা সশরীরে উপস্থিত হয়ে এ বোনাস গ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন কালীগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।