ঢাকা, শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী
ঘোড়াঘাটে মসজিদে তাওহীদ ও ইসলামিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন
মতিঝিল তিন তলা ভবনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কুষ্টিয়ায় ‘হাজার দুয়ারী’ শপিং কমপ্লেক্স উদ্ভোধন করলেন দানবীর আলাউদ্দিন আহমেদ
আইএসপিআরের বিজ্ঞপ্তি:ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ হলো

ঈদের ছুটিতে বাড়ি ফিরলো এসআই কবিরের লাশ: আত্মীয় স্বজনদের সাথে হলো না ঈদ উদযাপন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি- ময়মনসিংহের নান্দাইলে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাড়িতে আত্মীয় স্বজনদের সাথে ঈদ উদযাপন করার কথা ছিলো এসআই ফজলুর রহমান কবিরের। শুক্রবার (২৮ মার্চ) বাড়িতে ফিরেছেন ঠিকই তবে লাশবাহী
ফ্রিজিং গাড়ীতে করে লাশ হয়ে। গাড়িতে তাঁর লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়ছেন স্বজন সহ প্রতিবেশী। এলাকায় যেন শোকের ছায়া নেমে এসেছে। জানাগেছে,এসআই ফজলুর রহমান কবির নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের মৃত শুনু মিয়ার কনিষ্ঠ পুত্র। ২০০৬ সালে পুলিশের কনস্টেবলপদে যোগাদান করেন কবির। এরপর পদোন্নতি পেয়ে সহকারি উপ-পরিদর্শক (এএসআই)ও ৬ বছর পূর্বে উপ পরিদর্শক (এসআই) হন। বর্তমানে ঢাকার কাছে সাভার থানায় এসআই হিসাবে কর্মরত ছিলেন। স্ত্রী মেঘলা, মেয়ে আয়াত (৩) ও ছেলে আলভি (১৮ মাস) সহ মা শরবানুকে নিয়ে ঢাকার সাভারে বসবাস করতেন তিনি। তবে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করতে শুক্রবার বাড়িতে আসার কথাছিল। কিন্তু গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভার থানা এলাকায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি ভ্রাম্যমান আদালতে অন্যদের সাথে দায়িত্ব পালন করেন তিনি। দায়িত্ব পালন শেষে দুপুর ২ টার দিকে স্থানীয়
একটি পেট্্েরাল পাম্পে রাখা তাঁর বাইকটি নিয়ে থানায় ফেরার পথে বিপরীত দিক থেকে একটি বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মারাত্বক ভাবে আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৫ টা ২০ মিনিটে শ্যামলীর একটি স্পোশালাইজড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরপর সমস্ত আনুষ্ঠানিকতা শেষে সাভার থানার পাঁচজন পুলিশ লাশবাহী একটি ফ্রিজিং গাড়িতে করে লাশ নিয়ে ওই দিন শুক্রবার ভোরে কবিরে গ্রামের বাড়িতে পৌছে সিভিল এভিয়েশনে কর্মরত নিহত কবিরের বড় ভাই হারুন অর রশিদ জানান, সাভার থানা পুলিশ সাথে সাথেই তাদেরকে ঘটনাটি
জানিয়েছে। তিনি জানান, সবাই এসেছে তবে আমার আদরের ছোট ভাইটি লাশ হয়ে ফ্রিজিং গাড়িতে করে-এ কথা বলেই তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করেন। কবিরের বাড়িতে আগত সাভার থানায় কর্মরত এ.এস.আই নেসার উদ্দিন জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি )আনোয়ার হোসেন জানান, জানাজায় অংশ গ্রহন সব ধরনের সহযোগিতা করতে এসআই সালামের নেতৃত্বে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ