
স্টাফ রিপোর্টার:
১১৩ সংসদীয় আসনের (পটুয়াখালী-৩) জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জননেতা হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয়। জনপ্রিয় সাবেক ছাত্রনেতা ও যুবনেতা হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় দশমিনা উপজেলা বিএনপির সাবেক ১ম যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনী এলাকায় তুমুল জনপ্রিয় বিএনপি নেতা হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয় গলাচিপা ও দশমিনা উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ১১৩ সংসদীয় আসনের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি পটুয়াখালী-৩ আসনের সকল জনগণ ও মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মুসলিম ধর্মের রীতি অনুযায়ী মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের, বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এ উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জনগণের আশার প্রতীক জনাব, তারেক রহমানের প্রচেষ্টায় গণতন্ত্র ফিরে পেতে চলেছে দেশের মানুষ। তারেক রহমানের কারণেই দেশে আজ আওয়ামী জমানার ‘ফ্যাসিবাদ’ মুক্ত। দেশের চলমান ক্রান্তিলগ্নে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে ঈদের আনন্দ নিজেদের মধ্য ভাগ করে নিয়ে দেশের মানুষের পাশে থাকবো । ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি,মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। সমাজের দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও’ সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য। কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেনো অভুক্ত না থাকে সেজন্য আমরা সচ্ছলরা তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। দশমিনার কৃতি সন্তান বিএনপি নেতা হাওলাদার মো. ইফতিয়াস উদ্দিন জয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চান। নির্বাচনী এলাকার জনগণকে উদ্দেশ্য করে জয় বলেন, আধুনিক গলাচিপা-দশমিনা গড়ার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জিয়াউর রহমানের সোনার বাংলা নির্মাণে ধানের শীষে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী ত্রায়দশ সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থীকে ভোট দিয়ে অবহেলিত জনপদকে দেশের মধ্যে মডেল এলাকায় পরিনত করতে অবদান রাখতে হবে। আবারও গলাচিপা-দশমিনা উপজেলার জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছ। ঈদ মোবারক।