
দেশে বর্তমানে অশান্তি বিরাজ করছে আর এই অশান্তি দূর করতে হলে দেশে ইসলামী শাসকের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতিয়া ৬ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট মাহফুজুল হক চৌধুরী। ২৭শে মার্চ রোজ বৃহস্পতিবার বিকেলে দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে এক ইফতার মাহফিলে এইসব কথা বলেন জামায়াত সমর্থিত প্রার্থী। এছাড়াও তিনি আরও বলেন, হাতিয়ায় নাগরিক পার্টির পথসভায় মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর যে হামলা হয়েছে তা নিতান্তই দুঃখজনক। এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা নুর উদ্দিন মেশকাত ও বুড়িরচর ইউনিয়ন শাখার জামায়াত ইসলামীর আমির মাওলানা আশ্রাফুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতিয়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ওমর ফারুকসহ আরও অনেকে।