ঢাকা, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লাকসামে সিএনজি ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ
তানোরে সাবেক মেয়র মিজানে’র বিরুদ্ধে মিথ্যা-ষড়যন্ত্র হত্যা মামলার প্রতিবাদ সমাবেশ
ঝিকরগাছায় ২ আ’লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগর উপজেলা আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল তানভির হোসেন
অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এফবিসিসিআইয়ের সদস্য ইব্রাহীম খাঁন
পল্লবীতে হুন্ডি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় শামীম সেনা
দেশজুড়ে পুলিশের অভিযান:অস্ত্রসহ গ্রেফতার ১৫৩৪
৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি, জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন, সভাপতি সরোয়ার; সম্পাদক আনোয়ার
চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি বোদায় স্থাপনের দাবিতে মানববন্ধন
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন করতে হবে :ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ফুলবাড়ীতে মহিলা সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন

তিতাস নদীতে অভিযান, সাড়ে চার হাজার মিটার রিং জাল ধ্বংস

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দ বাজার ঘাট থেকে সুহিলপুর ইউনিয়নের তিতাস নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে ২টি বড় ঘের/খেও উচ্ছেদ করা হয়। এ সময় রিং জালসহ অন্যান্য জাল প্রায় সাড়ে চার হাজার মিটার জাল জব্দ করে আনন্দ বাজার ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার ২৭ মার্চ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর ব্রাহ্মণবাড়িয়ার মুক্তা গোস্বামী।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর মো. ছায়েদুর রহমান, তরী বাংলাদেশ এর আহবায়ক ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য শামীম আহমেদ, তরী বাংলাদেশ এর সদস্য খাইরুজ্জামান ইমরান ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই মো. মাহফুজ সহ পুলিশ সদস্যরা।

মুক্তা গোস্বামী বলেন ভবিষ্যতে বড় পরিসরে অভিযান পরিচালনা করবো নদীতে কচুরিপানা আটকিয়ে ঘের/খেও করে নৌপথ সংকুচিত করে একটি চক্র মাছ আহরণের চেষ্টা করছে।

জানা যায়,তাছাড়া রিং জাল, কারেন্ট জাল ব্যবহার করে মাছের প্রজনন ব্যবস্থা ব্যাহত করছে বলে অভিযোগ রয়েছে জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত কাজের অংশ হিসেবে আজকে অভিযানটি হয়েছে।

দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মো. ছায়েদুর রহমান বলেন জেলা মৎস্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী বড় পরিসরে অভিযানের পরিকল্পনা রয়েছে পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনাও রয়েছে। দেশী প্রজাতির মাছ রক্ষায় আমরা তৎপর রয়েছি।

শামীম আহমেদ বলেন তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রিং জাল, কারেন্ট জাল, বৈদ্যুতিক কৌশল দিয়ে মাছ নিধন রোধ ও অবৈধ ঘের/খেও উচ্ছেদ করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিতে দাবি জানিয়ে আসছে।তরী বাংলাদেশ আশা করে নদীমাতৃক বাংলাদেশে নদী ও নদী সংশ্লিষ্ট প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সকলেই সোচ্চার থাকবে, প্রতিটি উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকুক।

শেয়ার করুনঃ