
চির নিদ্রায় শায়িত রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবেদীন (৫৩)। গত ২২ নভেম্বর (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে দশটার দিকে রেমিট্যান্স যোদ্ধা জয়নাল তার কর্মস্থল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের (আল কুয়ায়) স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে বারোটা দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেমিট্যান্স যোদ্ধা জয়নাল আবেদীন ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৯নং শুভপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের (দারোগাহাট) উত্তর বল্লভ পুর গ্রামের মনি মেম্বার বাড়ির মৃত মজু মিয়া-র ৩য় পুত্র এবং ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। ৭ ভাই ৪ বোনের মধ্যে জয়নাল তৃতীয় সন্তান।
রেমিট্যান্স যোদ্ধা জয়নালের শ্যালক দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মিরসরাই প্রতিনিধি মোহাম্মদ আকতার হোসেন জানান, আমার ভগ্নিপতি জীবিকার তাগিদে দীর্ঘ ২৭ বছর যাবৎ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল’কুয়া এলাকায় কর্মরত ছিলেন। ৪ মাস দেশে থাকার পরে ছুটি শেষে চলতি বছরের জুলাই মাসের ১২ তারিখে পুনরায় আরব আমিরাতে চলে যায়। গত ২২ নভেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে দশটার দিকে স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পর সেখানে মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত আটটার দিকে এয়ার এরাবিয়ার একটা ফ্লাইটে দুবাই এয়ারপোর্ট থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল নয়টায় উত্তর বল্লভ পুর তারেক স্মৃতি ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।