
নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলা মটর শ্রমিক দল, থানা শ্রমিক দল ও পৌর কৃষক দলের আয়োজনে নড়াইল গণপুর্ত কোয়ার্টার চত্তরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা মটর শ্রমিক দলের সভাপতি মো. মনিরুজ্জামান শাহিনের সভাপতিত্বে এবং থানা শ্রমিক দলের সভাপতি কাজি আনিচুর রহমান ও পৌর কৃষক দলের সভাপতি মাহফুজুর রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আলী হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাচ্চু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইনামুল কবির চন্দন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জসিম, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন আল মিরাজ জনিসহ আরও অনেকে। এ সময় বক্তারা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও নড়াইল জেলা বিএনপির বার বার নির্বাচিত সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও দলে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামি জাতীয় সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করার আহবান জানান।