
নোয়াখালীর কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হুদা (ফরহাদ) কে হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
গত রোববার (২৩ মার্চ) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অনুমোদন চিঠিতে বোর্ডকর্তৃক মনোনীত মোহাম্মদ নাজমুল হুদা (ফরহাদ) কে হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করা হয়।
এছাড়া একই চিঠিতে,পদাধিকরা বলে হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে সদস্য সচিব,মো.মাইন উদ্দিন ও মোহাম্মদ একরামুল হোসেনকে সদস্য করা হয়।
এদিকে বিএনপি নেতা মোহাম্মদ নাজমুল হুদা ফরহাদকে হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি নাজমুল হুদা ফরহাদ বলেন, বিএনপি গণতান্ত্রিক রাজনীতির চর্চায় বিশ্বাসী আর গণতান্ত্রিক চর্চার অন্যতম হাতিয়ার হলো শিক্ষা। হাজীর হাট হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান-উন্নয়নে দল-মতের উর্ধ্বে সকলের সহযোগিতায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ফরহাদ।