
এইচ, এম শহিদুল ইসলাম ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল ফিতর ২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরের ৪৫ টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পৌরসভার সভাকক্ষে মতবিনিময় সভা শেষে বিভিন্ন মসজিদের খতিব ইমাম ও মুয়াজ্জিনদের হাতে ঈদ উপহার তুলে দিলেন পৌর প্রশাসক মোঃ হাবিবউল্লাহ। এ সময়ে সাথে ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম। পৌর প্রশাসক মোঃ হাবিবুল্ল সভায় মসজিদের উপস্থিত সভাপতি, সম্পাদক ও ইমাম,মুয়াজ্জিনদের সাথে পবিত্র ঈদুল ফিতরের মুসল্লিদের নামাজের ঈদগাহ ময়দানের ব্যাপারে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে মসজিদ কমিটির সভাপতি/ সম্পাদক,খতিব, ইমাম মুয়াজ্জিনগন এ বছর তাদের নিজ নিজ মসজিদের ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য প্রশাসকের নিকট অনুরোধ করেন। তাদের অনুরোধের ভিত্তিতে এ বছর পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান না করার সিদ্ধান্ত নেয় পৌর কতৃপক্ষ।