
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধঃ দিনাজপুর জেলার বিরামপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী, পৌর ও উপজেলা শাখা, প্রচার ও মিডিয়া বিভাগ শাখার আয়োজনে সাংবাদিকদের সন্মানে বিরামপুরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিরামপুর আর্দশ হাইস্কুল মিলনায়তনে বিরামপুর উপজেলা প্রচার ও মিডিয়া সভাপতি এম এহসানুল হকের সভাপতিত্বে সাংবাদিকদের সন্মানে বিরামপুরে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আগামী সংসদ নির্বাচনের দিনাজপুর-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মন্ডল ও বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম প্রমূখ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিরামপুর উপজেলার সকল সকল অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ,স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল এর আগে সাংবাদিকদের সন্মানে বিরামপুরে জামায়াতের আলোচনা সভা শেষে ৫ আগষ্ট শহীদদের রুহের মাগফেরাত ও দেশবাসীর শান্তি কামনায়প্র ধান অতিথি কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও আগামী সংসদ নির্বাচনের দিনাজপুর-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।