
মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ বৃহস্পতিবার বিকালে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার পূর্বে পটুয়াখালী প্রেসক্লাবের আহবায়ক মোঃ জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। এছাড়াও এসময় পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব গোলাম রহমান’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন , মোঃ আনোয়ার জাহিদ, জেলা পুলিশ সুপার, পটুয়াখালী। এ দোয়া ও ইফতার মাহফিলে এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান আল মামুন, পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) যাদব সরকার, জেলা সিভিল সার্জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী জেলা কমিটির সদস্য সচিব সেন্হাংশু সরকার কুট্টি, সদস্য মোস্তাক আহম্মেদ পিনু, মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না ও এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান, গণ অধিকার পরিষদের পটুয়াখালী জেলা কমিটির আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব মোঃ শাহ আলম সিকদার, পটুয়াখালী সদর উপজেলা ভূমি কর্মকর্তা, পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি), পটুয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন তপন ও বর্তমান সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ সালাউদ্দিন সহ পটুয়াখালী প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, অন্যান্য সদস্য গন ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী বড় জামে মসজিদ এর খতিব মাওলানা আবু সাঈদ।