
মো. সফর মিয়া,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে হাত-বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ডালিম আহমেদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। নিহত ডালিম আহমেদ খাগাতোয়া গ্রামের শামসুল হক মিয়ার ছেলে।নিহতের পরিবার এই মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সঠিক তদন্তের মাধ্যমে তা বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।