ঢাকা, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লাকসামে সিএনজি ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ
তানোরে সাবেক মেয়র মিজানে’র বিরুদ্ধে মিথ্যা-ষড়যন্ত্র হত্যা মামলার প্রতিবাদ সমাবেশ
ঝিকরগাছায় ২ আ’লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধারঞ
নওগাঁর রাণীনগর উপজেলা আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল তানভির হোসেন
অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এফবিসিসিআইয়ের সদস্য ইব্রাহীম খাঁন
পল্লবীতে হুন্ডি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় শামীম সেনা
দেশজুড়ে পুলিশের অভিযান:অস্ত্রসহ গ্রেফতার ১৫৩৪
৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি, জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন, সভাপতি সরোয়ার; সম্পাদক আনোয়ার
চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি বোদায় স্থাপনের দাবিতে মানববন্ধন
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন করতে হবে :ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ফুলবাড়ীতে মহিলা সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন

ঈদ যাত্রা: জাল টাকা শনাক্ত ও রোবাস্ট পেট্রোলের পাশাপাশি সাদা পোশাকে নজরদারীতে র‌্যাব

ঈদের লম্বা ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করছে ঘরমুখী মানুষ। ফলে এই ছুটির সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের প্রবনতা বৃদ্ধিসহ অপরাধীদের সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্নে হয়,সে জন্য রাজধানীর ব্যস্ততম বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে তৎপর রয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০ আসন্ন ঈদ-উল-ফিতরের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোবাস্ট পেট্রোল এর পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্য মোতায়েন,চেকপোস্ট স্থাপন,জাল টাকা বিস্তার রোধ ও শনাক্তকরণ এবং ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এছাড়াও ফুট পেট্রোল ও সাইবার ওয়ার্ল্ডের নজরদারিতে র‌্যাব-১০ সদা তৎপর থাকবে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকালে রাজধানীর সায়েদাবাদ এলাকায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজ মোহাম্মদ কামরুজ্জামান ঈদের ছুটিতে র‍্যাব ১০ এর গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তুলে ধরেন।

তিনি বলেন,পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রায় পৌনে ২ কোটি মানুষ ঢাকা ছাড়বে। ঈদযাত্রায় সায়দাবাদ বাস টার্মিনাল হতে প্রায় ১২০০ বাসে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ ঢাকা ছাড়ছে।

ঈদকেন্দ্রিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, ঈদের ছুটি শেষে ঢাকা মুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং চুরি-ডাকাতি, ছিনতাই,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল,ডেমরা,যাত্রাবাড়ী,ধোলাইপাড়, শ্যামপুর,ওয়ারী,সদরঘাট লঞ্চ টার্মিনাল ও মাওয়া ঘাটসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ এর অধিনায়ক আরও বলেন,যারা ঢাকা ছাড়বেন রারা ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক,পিকআপসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনে একই সঙ্গে লঞ্চ-স্টিমার-স্পিডবোটসহ অন্যান্য নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।

সর্বোপরি ঈদকেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে র‌্যাব সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে নিয়োজিত থাকবে।

তিনি আরও বেন,ঈদের সময় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে র‌্যাব-১০ এর *কন্ট্রোল ০১৭৭৭৭১১০৯৯-নম্বরে* যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ