
মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালস্ এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এর নতুন ভি,ভি,আই কেবিন শুভ উদ্বোধন করেন ডাইরেক্টর মোছাঃ রেহেনা আক্তার, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় উদ্বোধন শেষে থাউজেন্ট ডেইস্ ডট লাইফ হসপিটালের প্রতিটি কেবি পরিদর্শন ও চিকিৎসা রত রোগীদের সঙ্গে দেখা করে। ডাইরেক্টর মোছাঃ রেহেনা আক্তার, তিনি বলেন আমরা সেবা মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠানটি এলাকার মানুষের আমি মনে করি এই প্রতিষ্ঠান থেকে সাধারণ গরিব মানুষ সেবা পাবে। এজন্য আমি সর্বাক্ত সহযোগিতা করছি হাসপাতাল থেকে কেউ যেন বিনা চিকিৎসায় ফিরে না যায়। এ সময় উপস্থিত ছিলেন, থাইজেন্ট ডেইস ডট লাইফ হসপিটাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের এনডিডি মুহাম্মদ রনি চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী ডাক্তার নার্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।