
ইদুল ফিতরকে সামনে রেখে ইদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি করছে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্প। এসময় বিভিন্ন সড়কে বিশেষ টহলও দেয় র্যাব।
বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকালে জেলা শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ড এলাকায় র্যাব-১১,সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু’র নেতৃত্বে এ তল্লাশি চালানো হয়।
র্যাব জানায়,ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ইদের ছুটি শুরু হয়েছে। তাই গ্রামে পরিবার পরিজনের সাথে আনন্দে ইদের ছুটি কাটাতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমজীবী এবং চাকরিজীবীরা আসতে শুরু করেছেন।
তাই তাদের এ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ছোট বড় যানবাহনে আমরা তল্লাশি চালাচ্ছি। এছাড়া বিভিন্ন সড়কে চেক পোস্ট করা হচ্ছে, যেখানে সন্দেহজনক কোন যানবাহনের গতিবিধি মনে হলে সেগুলোতে তল্লাশি করা হচ্ছে।
চেকপোস্টে বাস,প্রাইভেটকার,মাইক্রোবাস ও মোটরসাইকেলের কাগজপত্র এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ড বলেন, ছিনতাই,ডাকাতি ও চাঁদাবাজি রোধে র্যাব কাজ করে যাচ্ছে। ইদ যাত্রা নিরাপদ করতে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র্যাবকে তথ্য জানানোর জন্যও অনুরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ডিআই/এসকে