ঢাকা, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
লাকসামে সিএনজি ষ্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পূর্ণ
তানোরে সাবেক মেয়র মিজানে’র বিরুদ্ধে মিথ্যা-ষড়যন্ত্র হত্যা মামলার প্রতিবাদ সমাবেশ
ঝিকরগাছায় ২ আ’লীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগর উপজেলা আ”লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার
হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন কর্নেল তানভির হোসেন
অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না এফবিসিসিআইয়ের সদস্য ইব্রাহীম খাঁন
পল্লবীতে হুন্ডি ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় শামীম সেনা
দেশজুড়ে পুলিশের অভিযান:অস্ত্রসহ গ্রেফতার ১৫৩৪
৭৫ টাকায় গ্যাস আমদানি করে ১২-১৭ টাকায় বিক্রি, জ্বালানি খাতের টেকসই সমাধান নয়: জালাল আহমেদ
মিরসরাইয়ে অনির্বাণ যুব ক্লাবের কমিটি গঠন, সভাপতি সরোয়ার; সম্পাদক আনোয়ার
চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি বোদায় স্থাপনের দাবিতে মানববন্ধন
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন করতে হবে :ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
ফুলবাড়ীতে মহিলা সমবায় সমিতি লিমিটেডের কমিটি গঠন

৩৭ লক্ষাধিক টাকার রড বোঝাই লরি ছিনতাই, গ্রেফতার দুই

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে ৩৭ লক্ষাধিক টাকা মূল্যের ৩২ দশমিক ৬০ টন রড বোঝাই লরি ছিনতাই করার সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলক্ষেত থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ)ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এদিন গভীর রাত ১২টা ১৫ মিনিট নাগাদ খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জ গামী মস্তুল ফুট ওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মানিক মিয়া (৩৫) ও দুলাল মিয়া (৫৫)।

খিলক্ষেত থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে লরি চালক মো.পারভেজ খিলক্ষেত থানার টহল পুলিশকে সংবাদ দেয় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাদেরকে মারধর করে ৩২.৬০ টন রড বোঝাই লরিটি ছিনতাই করে ৩০০ ফিট নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকটি চট্টগ্রাম আবুল খায়ের স্টিল মিল হতে রড বোঝাই করে টঙ্গি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের ডিপোতে নিয়ে যাওয়ার সময় কুড়িল বিশ্বরোডে ছিনতাইকারীদের কবলে পড়ে। সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের চৌকস টহল দল রডসহ ট্রাকটি উদ্ধার করতে ছিনতাইকারীদের পিছু নেয়। একপর্যায়ে খিলক্ষেত থানাধীন নারায়ণগঞ্জগামী মস্তুল ফুটওভার ব্রীজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে গিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করতে সক্ষম হয় টহল পুলিশ।ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা আরো দুজন পালিয়ে যায়।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৩২.৬০ টন রডসহ লরি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত রডের আনুমানিক মূল্য ৩৭ লাাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক আরো দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে।

তালেবুর রহমান আরও বলেন, গ্রেফতারকৃতরাসহ ছিনতাই হওয়া লরি চালক ও হেলপারের সাথে ছিনতাইকারীদের হাতাহাতির ঘটনায় উভয় পক্ষই আহত হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ