
নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইল সদর উপজেলার বড়োকুলা খাল পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১২ টায় নড়াইল পানি উন্নয়ন উপ-বিভাগ বাপাউবো নড়াইলের আয়োজনে বড়োকুলা খালের ১২০০ মিটার খালের পূনঃখননের কাজের শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. যুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ অধিকারী, ঠিকাদার ইনামুল হাসানসহ বড়োকুলা গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। উদ্ভোদনকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গ্রামবাসীর উদ্দেশ্য বলেন, এই গ্রাম আপনাদের খালও আপনাদের এই খাল রক্ষা করার দায়িত্ব ও আপনাদের। খালের পানিতে ময়ালা, আবর্জনা, পলিথিন, অন-টাইম প্লেট ইত্যাদি ফেলবেন না। তাহলেই আপনারা এই খালের সুফল ভোগ করতে পারবেন।