
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল বুধবার (২৬।মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- আশিক (২৫), সুজন (২৪), শরীফ(২৩), শহিদুল (২২), রনি (২০), খোকন (৩২), চামেলী বেগম (৩২), পান্নু (৬০), রোমান(৩৫)।
মেহেদী হাসান বলেন,গতকাল বুধবার (২৬মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে,ডিএমপির মামলায় ৩ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, চাঁদাবাজির মামলায় ৩ জন ও ওয়ারেন্টভুক্ত ২ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে