
নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলাধীন ২০ নং চর রমনি মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাটের ফেরীঘাটে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ শেফালী খসতুন (২৯) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে কোষ্ট গার্ড।কোষ্ট গার্ড সূত্রে জানা যায়, ২৩ মার্চ বিকেলে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও মজু চৌধুরীর হাটের কোষ্ট গার্ডের যৌথ অভিযানে ঢাকার যাত্রাবাড়ী নিবাসী শেফালী নামের এই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।আটক মাদক কারবারিকে লক্ষ্মীপুর সদর ( মডেল) থানায় হস্তান্তর করা হয়।
কোষ্টগার্ড দেশের উপকূলীয় অঞ্চলে জলদস্যু, মাদক কারবারি, ডাকাতি ও অন্যন্য অপরাধ দমনে নিয়মিত টহল দিয়ে আসছে।
এ ছাড়াও জাটকা নিধন প্রতিরোধে নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরার বিষয়ে কোষ্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।আগামী দিনেও চলমান ঝাটকা নিধন এ ধরনের অভিয়ান অব্যহত থাকবে বলে জানায় কোষ্ট গার্ড।