
আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে এবার ঢাকার সবচেয়ে বড় ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এর মাধ্যমে শোলাকিয়া ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নিতে না পারার অপূর্ণতা কিছুটা হলেও পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার(২৭ মার্চ) সকালে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক উদ্বোধন শেষে এসব কথা বলেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি জানান,রাজধানীতে ঈদের সবচেয়ে বড় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ির পর্যন্ত নতুন সড়কটি ঈদ উপলক্ষ্যে নগরবাসীর উপহার বলে উল্লেখ করেন উত্তর সিটির প্রশাসক। তিনি জানান,ঈদের নামাজের পর এখানেই ঈদ র্যালি আয়োজন করা হবে। আমরা যথাযথ নিরাপত্তা ও ব্যবস্থাপনার জন্য প্রস্তুত থাকব। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ঈদের দিনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেবে বলে আশ্বাস দেয়া হয়েছে।
মোহাম্মদ এজাজ আরও বলেন,নগরবাসী এখন কোনও ভোগান্তি ছাড়াই অল্প সময়ে দিয়াবাড়ি ঘুরতে আসতে পারবেন। ঈদ উপলক্ষ্যে রাজধানীবাসী এই সড়কের পূর্বের তীব্র ভোগান্তি থেকে মুক্তি পেল। ঈদের পর নগরীর সব অলিগলি ঘুরে ঘুরে দেখে খানাখন্দ থাকা সড়কগুলো দ্রুত ঠিক করা হবে বলেও জানান তিনি।
এসময় ডিএনসিসি প্রশাসক আরও বলেছেন, আমরা ঢাকাকে ন্যায্য শহর গড়তে চায়। এতোদিন দেখেছি যেখানে প্রভাব শালীরা বেশি থাকে সেখানে নেশি ইনভেস্টমেন্ট হয়েছে। আমি বলেছে না, যেখানে প্রয়োজন সেখানে ইনভেস্টমেন্ট হবে। যেখানে প্রয়োজন বেশি সেখানে বেশি ইনভেস্টমেন্ট হবে আর যেখানে প্রয়োজন কম সেখানে কম ইনভেস্টমেন্ট হবে।
ডিআই/এসকে