ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁতে আলোকিত পত্রিকা’র প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত
নিশ্ছিদ্র নিরাপত্তায় লাঙ্গলবন্দ স্নানোৎসব:আনসার বাহিনীর ব্যাপক তৎপরতা
জেলে থাকা আ’লীগ নেতাকর্মীদের নামে ঈদ বোনাস পাঠালেন সাবেক এমপি তুহিন
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা

নির্বিঘ্ন ঈদ যাত্রা:তিন স্তরে নিরাপত্তায় র‍্যাব,সাদা পোশাকের পাশাপাশি কাজ করবে স্ট্রাইকিং ফোর্স

আসন্ন ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করতে ও সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র‍্যাব-৪)।

একই সঙ্গে র‍্যাবের সাদা পোশাকের গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্ট্রাইকিং মোবাইল ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন র‍্যাব-৪ এর অধিনায়ক লে.কর্ণেল মো. মাহবুব আলম।

বৃহস্পতিবার (২৭মার্চ) রাজধানীর গাবতলী আন্ত:জেলা বাস টার্মিনালে র‍্যাব আয়োজিত যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে র‍্যাব-৪ কর্তৃক গৃহীত পদক্ষেপ সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এসব জানান তিনি।

মো.মাহবুব আলম বলেন,আর কয়েকদিন পরেই আসন্ন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আমরা র‍্যাব সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এই ঈদকে নির্বঘ্ন করার জন্য আমরা তিনটি স্তরে নিরাপত্তা দেয়ার পরিকল্পনা করেছি। প্রথম স্তরে বাসস্ট্যান্ড বা যে সকল জনবহুল শপিং সেন্টার আছে সেসকল স্থানগুলোতে এবং এর আশেপাশে আমাদের ২৪টি পেট্রোল টিল টহল কার্যক্রম পরিচালনা করছে।

দ্বিতীয় স্তরে বাসস্ট্যান্ড বা অন্যন্য যেসকল শপিং সেন্টার আছে যেখানে ছিনতাই বা অজ্ঞান পার্টি বা মলমপার্টি এ ধরনের চক্রগুলো সক্রিয় সে সমস্ত এলাকায় আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং আমরা যেকোনো ধরনের তথ্য পাইলে প্রাথমিকভাবে তাৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করছি। তৃতীয় পর্যায়ে আমাদের কাছে স্ট্রাইকিং মোবাইল রিজার্ভ থাকছে যেখানে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোন স্থানে যদি অনিয়মের অভিযোগ পাওয়া যায় বেশি ভাড়া আদায় করা ও চাঁদাবাজির কোন সিন্ডিকেট যদি আমরা আইডেন্টিফাই করতে পারি অথবা অন্য কোন পরিস্থিতি সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকিং ফোর্স স্বল্প সময়ে ঘটনাস্থলে উপস্থিত হবে। আপাতত এভাবেই আমাদের নিরাপত্তা প্রদান করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন,ঈদ থেকে নির্বিঘ্নে এবং নিরাপদ রাখার জন্য সবাই যাতে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি তার জন্য আমাদের সাধারন মানুষের কাছে দুইটা অনুরোধ থাকবে। আপনারা যখন ঢাকা থেকে আপনাদের নিজ গৃহের উদ্দেশ্যে রওনা দিবেন তখন ঢাকাতে আপনাদের যে আবাসস্থল আছে সেখানে আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটা আপনি নিশ্চিত করে যাবেন। আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আপনি পাবলিক ট্রান্সপোর্টে চলাচল করা পড়ার সময় কারো সাথে সখ্যতা না গড়ে অথবা অপরিচিত কারো কাছ থেকে যেন আমরা কোন কিছু না খাই। যেটার কারনে সাধারণত আমরা মলম পার্টি ও অজ্ঞান পার্টির খপ্পরে পড়ি। এই ব্যাপারে যেন আমরা সতর্ক থাকি। এই দুইটা অনুরোধ আমাদের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি থাকবে। আর তাদের নিরাপত্তা নিশ্চিত ঈদের আগে এবং পরে আমাদের র‍্যাব এখনও মাঠে আছে আছে এবং সবসময় মাঠে থাকবে।

ঈদে ফাঁকা রাজধানীতে আপনাদের কোন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,আপাতত আমাদের নিরাপত্তা বাসস্টেশন এবং বিপনি-বিতান কেন্দ্রিক। যখন ঢাকা শহর আরেকটু ফাঁকা হয়ে যাবে তখন আমাদের আবাসিক এলাকাগুলোতে আমরা আমাদের টহল কার্যক্রমগুলো বৃদ্ধি করবো।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ