
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা জামায়েতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৬ শে মার্চ বুধবার বিকেলে কুসুম্বা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম। উপজেলা জমায়েতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া মন্ডল ও কুসুম্বা ইউনিয়ন জামায়াতর আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রায় ২ হাজারের অধিক জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।