ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
ভোলায় হাতবোমা-মাদকসহ ৫ দুর্ধর্ষ সন্ত্রাসী আটক
নবীনগরে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের সংঘর্ষে আহত ১২
নেত্রকোণা সরকারি কলেজের ঈদ পুনর্মিলনী
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক

মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ জাবেদ (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত জাবেদ চট্টগ্রাম শহরের বায়েজিদ থানা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের ছেলে। বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহত জাবেদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

দলীয় সূত্রে জানা গেছে, ২৪ মার্চ মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই তিন কমিটি ঘোষণার পর থেকে উপজেলাজুড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে ২৫ মার্চ দুপুরে নতুন কমিটি বাতিলের দাবিতে মিরসরাই উপজেলা সদরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সমর্থকেরা। বিক্ষোভ সমাবেশ থেকে পরদিন উপজেলাজুড়ে নতুন তিন কমিটির নেতা-কর্মীদের প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়। এ কারণে সংঘর্ষ এড়াতে বুধবার ভোর সাড়ে ছয়টায় মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করে মিরসরাই উপজেলা প্রশাসন। পরে বেলা ১১টায় নতুন কমিটির নেতা-কর্মীদের একটি অংশ বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মইনুদ্দিন লিটনের বাড়িতে যান। সেখানে নতুন তিন কমিটির সমর্থকদের সঙ্গে নুরুল আমিনের অনুসারীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে মোহাম্মদ জাবেদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৩ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন উদ্ধার করে মিরসরাই উপজেলা সদর হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার দক্ষিণ মেহেদীনগর এলাকার ফজলুল করিম (৪৩), করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার জাহিদুল ইসলাম (৪২), বারইয়ারহাট বাজার এলাকার শহিদুল ইসলাম (৫১), বারইয়ারহাটের ওমর ফারুক (৩৫), বারইয়ারহাট বাজার এলাকার দিদারুল আলম (৩৭), অলিনগর এলাকার আবু সুফিয়ান (৪০), আজমপুর এলাকার মোহাম্মদ ফাহিম (২২), ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জ এলাকার মো. এরশাদ (৪০), মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর এলাকার গোলাম মোর্শেদ (৪০), দক্ষিণ নাহেরপুর এলাকার মো. ইলিয়াস (৫৫), দক্ষিণ নাহেরপুর এলাকার দিদারুল আলম (৪০), ধুম ইউনিয়নের মো. রাসেল (৫০) ও ধুম ইউনিয়নের জসিম উদ্দিন রাসেল ফরায়েজী (৫২)।

কমিটি ঘোষণা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে মিরসরাইয় শহীদ মিনারে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে জড়ো হন বিএনপির একাংশের নেতা–কর্মীরা।

জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজিয়া আফরিন বলেন, বারইয়ারহাট পৌরসভা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বুধবার দুপুর ১২টা থেকে ১৪ জনকে হাসপাতালে এনেছেন স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে হাসপাতালে আনার আগেই এক যুবকের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে আহত ও নিহত ব্যক্তিদের সবার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

সংঘর্ষে নিহত মো. জাবেদের খালাতো ভাই জাফর আহমদ বলেন, ‘জাবেদ টুকটাক সবজির ব্যবসা করতেন। কয়েক দিন আগে বাড়িতে মনোমালিন্য হওয়ায় তিনি মিরসরাইয়ে তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। বুধবার দুপুরে তাঁর মৃত্যুর সংবাদ পেলাম। সেখানে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, বিষয়টি এখনো আমরা জানি না। জাবেদের বাবাকে নিয়ে তাঁর লাশ আনতে মিরসরাই যাচ্ছি আমরা। বাড়িতে তাঁর স্ত্রী ও একটি ছেলেসন্তান রয়েছে।’
হামলায় নিহত যুবক মোহাম্মদ জাবেদ মিরসরাইয়ের যুবদল কর্মী মাসুদের বন্ধু বলে জানান বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মইনুদ্দিন লিটন। তিনি বলেন, ‘নুরুল আমিনের লোকজনের হামলায় জাবেদের মৃত্যু হয়েছে। তিনি বেড়াতে এসেছিলেন। অতর্কিত এ হামলায় আমাদের আরও ১৩-১৪ জন নেতা-কর্মী আহত হন। এই হামলার ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, সকালে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মইনুদ্দিন লিটনের বাড়িতে লোকজন জড়ো হচ্ছিল। সে সময় আমাদের কয়েকজন কর্মীকে তাঁরা মারধর করেন। এই খবর পেয়ে বারইয়ারহাটে অবস্থান করা আমাদের কিছু কর্মী সেখানে গেলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের কিছু নেতা-কর্মী আহত হয়েছেন। সেখানে যিনি মারা গেছেন তাঁর ওপর কারা হামলা করেছে সে বিষয়ে আমার জানা নেই।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘মিরসরাই উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে সেখানে উত্তেজনা চলছিল। সকালে পৌরসভা এলাকার জামালপুরে বিএনপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে এক যুবক নিহতসহ বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি।’

শেয়ার করুনঃ