
নোয়াখালীতে র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী এর বিশেষ অভিযানে হত্যা,ধর্ষণ ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামী এবং অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় ৩ জন সহ মোট ৭ জন আসামী গ্রেফতার ও ১ জন ভিকটিম উদ্ধার।
র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩,নোয়াখালী এর আভিযানিক দল গতকাল নোয়াখালী ও লক্ষীপুর জেলা সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা,ধর্ষণ ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামী এবং অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় ৩ জন সহ মোট ৭জন আসামী গ্রেফতার ও ১ জন ভিকটিম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সহ চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ ঘটনায় রুজুকৃত মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী এর অভিযান পরিচালনা অব্যাহত আছে।
ডিআই/এসকে
.