
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় মনোয়ার সরকারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা, দীর্ঘ হায়াত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকালে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনোয়ার সরকারের উদ্যোগে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ আবু বকর লিটু, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. শওকত আলী, মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর ইউপি চেয়ারম্যান আবিদ হোসেন, যুক্তরাজ্য ছাত্রদল নেতা আবু নাছের প্রমুখ। এছাড়াও বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা এতে অংশগ্রহণ করেন।
মনোয়ার সরকার বলেন, ভালো পাকাশি হলে ভালো রান্না হবে। তেমনি হোমনা-মেঘনা থেকে যদি যোগ্য প্রতিনিধি নির্বাচিত করা হয় তবেই এলাকার উন্নয়ন করা সম্ভব হবে। হোমনা-মেঘনার উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করে যাবো। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবায় কাজ করে যেতে চাই। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
ইফতারের পূর্বে শহীদ জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তারেক রহমানের প্রত্যাবর্তন লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।