
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিলা সংরক্ষিত আসনের এমপি সুলতানা নাদিরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাথরঘাটার সহকারি রিটানির্ং অফিসারের নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও তাঁর মেয়ে ফারজানা সবুর রুমকি নাদিরার পক্ষে বেতাগী ও বামনায় সহকারি রিটানির্ং অফিসারের নিকট পৃথক মনোনয়নপত্রের কাগজ জমা দেন।
বেতাগীতে জমাদান কালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভপতি (ভারপ্রাপ্ত) গাজী নফিছুর রহমান চুন্নু, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ শাহ জালাল সিকদার, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম স্পাদক আমিরুল ইসলাম পিন্টুসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
বরগুনা-২ আসনে এ নিয়ে মোট ১১ জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছে ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও ১জন স্বতন্ত্র প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা রিটানির্ং অফিসার মো: রফিকুল ইসলামের কার্যালয় সূত্রে জানা গেছে।
এরা হচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)‘র কেন্দ্রীয় ষ্ট্যাডিং কমিটির সদস্য প্রফেসর ড. আব্দুর রহমান খোকন,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিস্ট শিল্পপতি মিজানুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের এ্যাডভোকেট মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সুপ্রিম পার্টি আবু বকর সিদ্দিক, তুণমুল বিএনপির মো: কামরুজ্জামান লিটন, তরিকত ফেডারেশনের শাহ আবু কালাম, জাকের পার্টির হানিফ সিকদার, ওয়ার্কাস পার্টির জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম।